উত্তরদিনাজপুর

বৃষ্টিপাতের ফলে জলবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ইসলামপুর ও চোপড়ার বেশকিছু এলাকায় বন্যা

ইসলামপুর মহকুমার চোপড়া ও ইসলামপুর ব্লকে শুক্রবার থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে জলবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। পাশাপাশি চোপড়ার ডক, মহানন্দা ও ইসলামপুরের দলঞ্জা নদীগুলি সহ তিস্তার জল বেড়ে যাওয়ায় দুটি ব্লকেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। চোপড়া ব্লকের রবীন্দ্র নগর, সুভাষ নগর, রাঙাগছ, নৈনিতাল সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জিয়াখুরি এলাকা জলমগ্ন। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে চোপড়া ব্লকের ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের আসাডুবস্তি, গোয়ালগাছি, গোয়াল বাড়ি এই সমস্ত এলাকায় বৃষ্টির জলের পাশাপাশি বাংলাদেশের জল ভারতে ঢুকে পড়ে এলাকা প্লাবিত করেছে। চোপড়া ব্লকের সবচেয়ে খারাপ অবস্থা রাঙাগছ গ্রামে দেখা গিয়েছে। ওই গ্রামে কয়েকশো বাড়ি জলের তলায়। জলবন্দীরা বাসিন্দারা চোপড়া হাই স্কুলে আশ্রয় নিয়েছে। রামগঞ্জ- ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ও পন্ডিতপোতা- ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম সহ ইসলামপুর শহরের বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এদিন একটি সেচ্ছাসেবী সংস্থা থেকে কিছু সদস্য এসে বন্যা কবলিত বেশ কিছু এলাকায় গিয়ে মানুষদের খাবার দেয়।